বিপ্লব বড়ুয়া

বিপ্লব বড়ুয়া

সাংবাদিকতার পথ ধরে আদালত প্রাঙ্গণের পরিচিত মুখ ব্যারিস্টার বিপ্লব বড়য়া বর্তমানে পুরোদস্তুর রাজনীতিক। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। কর্মজীবন শুরু করেন অধুনালুপ্ত দৈনিক মুক্তকন্ঠ পত্রিকায়। তারপর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও বাংলাদেশ টেলিভিশনেও কাজ করেছেন ছাত্রজীবনে বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন-এই পরিচয়ের কারণে বিএনপি-জামাত জোট সরকার চাকরিচ্যুত করেন বাংলাদেশ টেলিভিশন থেকে। তারপর আইনজীবী পিতার পরামর্শে ব্যারিস্টার হওয়ার উদ্দেশ্যে পাড়ি দেন সুদূর বিলেতে। বার-এট-ল ডিগ্রি অর্জন করে ব্যারিস্টার হন, অতঃপর গভীর দেশপ্রেম ও রাজনীতির বোধের তাড়নায় ফিরে আসেন স্বদেশে। পিতার পদাঙ্ক অনুসরণে শুরু করেন আইনজীবীর পেশা। ২০১৬ সাল থেকে বিপ্লব বড়য়া কাজ করেছেন উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক হিসেবে। ২০১৯ সালের শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং ডিসেম্বর থেকে দফতর সম্পাদকের দায়িত্ব পালনের ব্যস্ততার মধ্যেও সদাজাগ্রত রয়েছে তাঁর লেখক সত্তা-যা তিনি রপ্ত করেছিলেন সাংবাদিকতা পেশা থেকে। তাঁর লেখা ১০টি নিবন্ধ ও গণমাধ্যমে দেওয়া ৪টি সাক্ষাৎকার নিয়ে রচিত গ্রন্থ 'বঙ্গবন্ধু থেকে দেশরত্ন: অনুপ্রেরণার মহাকাব্য'। শ্রীমতী অমিয় প্রভা বড়ুয়া ও অ্যাডভোকেট সুনীল বড়ুয়ার জ্যেষ্ঠ সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার খুসাংগের পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

বিপ্লব বড়ুয়া এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon