ডা. এস আর খান

ডা. এস আর খান

তিনি পেশায় একজন চর্ম ও যৌন চিকিৎসক। ঢাকার 'শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ' থেকে এমবিবিএস পাস করেন। তিনি ঢাকার 'ইবনে সিনা হাসপাতাল'-এ সুনামের সহিত মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও সাবেক পিআরপি আইসিডিডিআরবি মহাখালী, ঢাকা। বর্তমানে তিনি 'টেস্টো লাইফ হাসপাতাল' আরশিনগর, মুহাম্মদপুরে চর্ম ও যৌনরোগ চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি সোস্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে লেখালিখি ও ভিডিওর মাধ্যমে চর্ম ও যৌনরোগ বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। 'সুখময় যৌনজীবন' তার প্রকাশিত প্রথম গ্রন্থ।

ডা. এস আর খান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon