মাওলানা রুহুল আমিন বসিরহাটি (১৮৮২ - ২ নভেম্বর ১৯৪৫) ছিলেন একজন বক্তা, একজন সুফি, সমাজ সংস্কারক এবং ধর্মীয় লেখক। তিনি বাংলা ও উর্দুতে বহু বই রচনা করেছেন। তিনি আনজুমানে ওয়ায়েজেন প্রতিষ্ঠা, বঙ্গানুর প্রেস প্রতিষ্ঠা, পত্রিকা সম্পাদনাসহ নানা সামাজিক কাজের নেতৃত্ব দিয়েছেন। তিনি ফতোয়ায়ে আমিনিয়া গ্রন্থের রচয়িতা।
৳ 0