রিচার্ড সিসন

রিচার্ড সিসন

অধ্যাপক রিচার্ড সিসন (১৯৩৬) ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস এঞ্জেলসে (ইউসিএলএ) রাষ্ট্র বিজ্ঞানের এমেরিটাস অধ্যাপক। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কেলে থেকে ১৯৬৭ খৃষ্টাব্দে পিএইচডি লাভ করেন। শিক্ষা শেষ করার পর যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমি, ইউসিএলএ ও ওহায়ো স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও প্রশাসনিক পদে নিযুক্ত ছিলেন। ওহায়ো স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি ২০০২ সালে অবসর গ্রহণ করেন। অধ্যাপক সিসন তুলনামূলক রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনার সময়ে বিশেষ করে উপমহাদেশ ও এশিয়ার বিভিন্ন দেশের আইন পরিষদ, রাজনৈতিক দল, নির্বাচনী রাজনীতি ও গণতন্ত্রায়নে আগ্রহ নিয়ে কাজ করেছেন। তাঁর লেখা আরেকটি উল্লেখযোগ্য বই কংগ্রেস ও ভারতীয় জাতীয়তাবাদ স্বাধীনতাপূর্ব কাল। তিনি বহু গবেষণা প্রবন্ধ রচয়িতা ও সম্পাদক।

রিচার্ড সিসন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon