হারুন রশীদ

হারুন রশীদ

হারুন রশীদ-এর পুরো নাম এস এম হারুন-অর-রশীদ। তার জন্ম ২০ জানুয়ারি ১৯৬২, সিরাজগঞ্জে। পিতা- এস এম শাহজাহান। মা- বীণা খানম। লেখাপড়া করেছেন সিরাজগঞ্জের বি. এল, সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশাগত জীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে। কাজ করেছেন বাংলাদেশ অবজারভার-এ। যুক্ত ছিলেন চিত্রালী, তারকালোক, কিশোর তারকালোক, স্ক্রীনলাইফসহ বিভিন্ন পত্রিকা ও সাময়িকীর সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। ১৯৮৬ সালে যোগ দেন সিভিল সার্ভিসে। বিসিএস প্রশাসন ক্যাডারে। অবসর নিয়েছেন সরকারের গ্রেড-১ কর্মকর্তা (সচিব মর্যাদার) হিসেবে। লেখালেখির পাশাপাশি শৈশব থেকে নাটকের সাথে যুক্ত তিনি। বাংলাদেশের বহুল আলোচিত আরণ্যক নাট্যদলের সদস্য তিনি। অভিনেতা, নাট্যকার, নির্দেশক। সিরাজগঞ্জের খ্যাতনামা নাট্য সংগঠন 'তরুণ সম্প্রদায়-এর অন্যতম প্রতিষ্ঠাতা। জাতীয় পর্যায়ের আবৃত্তি সংগঠন 'স্বরশ্রুতি'র প্রতিষ্ঠাতাদেরও একজন তিনি। নাট্যকার হিসেবে পেয়েছেন টেনাশিনাস পদক। পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক। কাহিনী ও সংলাপের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার লেখা উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: যুদ্ধে যাবোই, ১৪ই আগস্টের বাগানপার্টি, তিনি, শেষ বিকেলের রোদ, শোকের শহরে, ক্যায়ফা হাল (উপন্যাস), ইত্যাদি। গল্পগ্রন্থ: পুতুলের ঘর, প্রান্তজনের প্রভু। হারুন রশীদ রশীদ এর লেখা উল্লেখযোগ্য মঞ্চ নাটক রাজনেত্র, স্বপ্নপথিক, জট, জলদাস, হেফাজত, পঞ্চনারী আখ্যান, নিশিকুটুম্ব, সখিপুরপালা, তথৈবচ, ইত্যাদি। বেশকিছু পথনাটক লিখেছেন হারুন রশীদ। লিখেছেন অসংখ্য টেলিভিশন নাটক।

হারুন রশীদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon