আহমাদ রিফআত

আহমাদ রিফআত

একজন মানুষ তার ক্ষুদ্র জীবনকে অমর করে তুলতে পারে কর্মের মাধ্যমে। আর তা যদি হয় ওহির খেদমত, তা হলো তা আকাশের তারকার মতে জ্বলজ্বল করতে থাকে। মাওলানা আহমাদ রিফআত তেমনই একজন পরিশ্রমী ও মেধাবী তরুণ। ইলমের প্রতি হৃদ্যতা নিয়েই শুরু হয়েছে তার লেখক জীবন। একাধারে মৌলিক, অনুবাদ, তাহকিক ও তাখরিজের পাশাপাশি শরয়ি সম্পাদক হিসেবেও তিনি ইলমি খেদমত আঞ্জাম দিচ্ছেন। বাংলাদেশের স্বনামধন্য দীনি প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া থেকে উচ্চতর ইসলামি দাওয়াহ বিভাগে অধ্যয়নের মাধ্যমে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত হয়। পড়াশোনা শেষ করে তিনি এখন পুরো দস্তুর লেখক ও শিক্ষক হিসেবে আছেন। তার অনুবাদ ও মৌলিক বইগুলোর মধ্যে অন্যতম হচ্ছে: আল-ফিতান ওয়াল মালাহিম, জান্নাত ও জাহান্নাম, ইসলামকে জানতে হলে, অন্যদের চোখে ইসলাম, সুন্নাহ ও প্রাচ্যবাদ, সিরাত ও প্রচ্যবাদ, ইসলামের বিজয় ইতিহাস, জিসাস: নবী ও মাসীহ।
মৌলিক ও অনুবাদের পাশাপাশি বেশকিছু বিখ্যাত ও পাঠকনন্দিত বইয়ের তাহকিক ও সম্পাদনায় ছিলেন। যেমন: সিয়ারুস সাহাবা (১-১৭), ফয়জুল কালাম, কিতাবুল ফিতান, মুসান্নাফে ইবনে আবি শায়বা (ফিতান অংশ বাংলা), আল-মুখতারাত মিন আদাবিল আরাব, মাশারিকুল আনওয়ার, হায়াতুস সাহাবা, মাআরিফুল হাদিস। এ ছাড়াও বাংলাভাষায় সর্ববৃহৎ ইসলামি জ্ঞানকোষ ipaedia.org এর শরয়ি উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছেন। তার উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত জীবনের প্রত্যাশা করি। তার লিখনী থেকে যেন পুরো মুসলিম উম্মাহ উপকৃত হতে পারে, রবের নিকট সেই দোয়া করি।

আহমাদ রিফআত এর বই সমূহ

Showing 1 to 6 of 6

View

Sort icon