আমর আবদুল মুনইম সালিম জন্ম ১৯৬৭ সনে, মিশরে। বাবা কুয়েতের শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করতেন। সেই সুবাদে ১৯৭৪ সনে কুয়েত প্রবাসী হন। তিনি কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক কমপ্লিট করার পর প্রায় ১০ বছর কুয়েত সরকারের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এরপর আবারও জন্মভূমি মিশরে প্রত্যাবর্তন করে তিনি সর্বাত্মক মনোযোগ দেন লেখালিখিতে। বিশেষ করে তিনি হাদিস শাস্ত্রে অনেকগুলো বই লিখেছেন।
৳ 0