হেলেন হ্যান্‌ফ

হেলেন হ্যান্‌ফ

হেলেন হ্যান্‌ফ

হেলেন হ্যান্‌ফ (জন্ম: এপ্রিল ১৫, ১৯১৬, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র) পেশায় একজন লেখক ছিলেন। তবে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন চিত্রনাট্য লিখে। তার চিত্রনাট্যর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হচ্ছে 'নি অয়ডডেকার জাব এলাবি কুইন'। অকৃতদার এই নারী সারাজীবন সর্বীবিহীন থাকলেও দারিদ্রতা কখনও যার পিছু ছাড়েনি। এমনকি ৮৪, চ্যারিং ক্রস রোড' তাকে বিল্পব্যাপী বিখ্যাত করে কুলালেও দারিদ্ররা থেকে মুক্তি দিতে পারেনি। ১৯৮৫ সালে Publishers Weekly এর এক সাক্ষাৎকার দেখালিখি ও দারিদ্রয়া প্রসাহ তার কন্ঠে উচ্চারিত হয়েছে, 'লেখক হুবার সবচাইতে বড় বিপদ হচ্ছে, আপনি কোনো মাসে নিশ্চিত করে বলতে পারবেন না আপনার আগামী ৬ মাসের বাসাভাড়া কোথেকে আসবে।' তবে ফিনাকন দারিদ্রতার মাঝেও তার ছিলো মানবিক একটি মল, যা স্পষ্টভারে উঠে এ্যাসাছ এ বইয়ের পাতায় পারায়। সারা পৃথিবীর পাঠকের মন জয় করে নেয়া এই নারী ১৯৯৭ সালের ৯ এপ্রিল পররেকপায়ন করেন।

0

৳ 0