ইকতেদার আহমেদ একজন আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি বিচার বিভাগের সহকারী জজ হতে জেলা জজ অবধি সকল গদে চাকরি করেছেন। তাছাড়া তিনি প্রেষণে নির্বাচন কমিশনের উপসচিব, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন), আইন কমিশনের সচিব, কোর্ট অব সেটেলমেন্টের চেয়ারম্যান, নিম্নতম মজুরী বোর্ডের চেয়ারম্যান ও সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে চাকরি করেন। তিনি অবসর পরবর্তী বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত বাংলা ও ইংরেজি নিবন্ধ লিখেছেন। তিনি নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টকশোতে অংশগ্রহণ করে থাকেন। চাকরিকালীন ও অবসর পরবর্তী তিনি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি আরবিট্রেশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও আরবিট্রেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
৳ 0