"মিউজিক অ্যান্ড মিউজিসিয়ান" বইটিতে লেখক আশিকউজ্জামান টুলুর মিউজিক্যাল জার্নির কিছু এক্সপেরিএন্স শেয়ার করা হয়েছে যা হয়তো নবীন মিউজিসিয়ানদের শুরু করা মিউজিক্যাল অধ্যায়কে কিছুটা আনন্দদায়ক ও শিক্ষণীয় করে তুলতে পারে। প্রতিটা মানুষের জীবনের অভিজ্ঞতাগুলো ইউনিক তথাপি দীর্ঘদিন সঙ্গীতে জড়িত শিল্পীদের অভিজ্ঞতায় কিছু কিছু ইউনিভার্সাল বিষয় নবীন শিল্পীদের একধরনের ইন্সপিরেশন দেয় এবং চলার পথকে কিছুটা সহজ করে। পথ একটু সহজ হওয়া বাঞ্ছনীয় কারন প্রকৃত শিল্পীর সঙ্গীত সাধনার পথটা বন্ধুর। এই সাধনার মাঝেই তার পথ চলা, কথা বলা জীবন যাপনসহ সব কিছুই নিহিত, তাই পথ চলার উপায়ের এক সিকিও যদি বিভিন্ন পুরনো শিল্পীদের অভিজ্ঞতা থেকে জানা যায়, নতুন শিল্পীর "জার্নি অফ মিউজিক" কিছুটা সহজ হয়ে যায়। একজন প্রকৃত শিল্পীর জন্য "Music is a journey. not a destination"।
৳ 0