আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম

আমিনুল ইসলামের জন্ম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রহিমপুর গ্রামে। পিতা স্কুল শিক্ষক মো. নূরুল ইসলাম, মায়ের নাম আনোয়ারা খাতুন। শৈশব থেকেই বই পড়া ছিল তার একমাত্র নেশা। নিজ গ্রাম রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষার হাতেখড়ি। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন পার্শ্ববর্তী গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে। পরবর্তীতে ২০০১ সালে এসএসসি পাশ করেন কিশোরগঞ্জ শহরের হাশমত উদ্দিন হাইস্কুল থেকে। ২০০৩ সালে ওয়ালীনেওয়াজ খান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের "এ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম্স ডিপার্টমেন্টে। ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক ও সমসাময়িক ঘটনাবলী নিয়ে গবেষণা করতে ভালোবাসেন। সেই ভালোবাসা থেকে ২০২০ সালে প্রথম বই লিখেন "গল্পে গল্পে বিশ্ব ইতিহাস"। তারপর ২০২১ সালে লিখেন “গল্পে গল্পে বিংশ শতাব্দী"। বর্তমান বইটি লেখকের তৃতীয় বই।

আমিনুল ইসলাম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon