সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম

জন্ম ১৯৩৩, সিরাজগঞ্জ। ১৯৪৮ সালে সেখানে ভাষা আন্দোলন সংগঠিত করতে নেতৃত্ব দেন। তখন থেকে ১৯৫৬ সাল পর্যন্ত ছাত্র আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। ১৯৫৭ সালে ন্যাপের প্রতিষ্ঠার সময় থেকেই তিনি সংগঠনটির সঙ্গে যুক্ত ও পরে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। পরবর্তীকালে একতা পার্টি ও গণতন্ত্রী পার্টি করেছেন। মৃত্যুর আগে গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৪৮ সালেই মওলানা ভাসানীর সঙ্গে তাঁর পরিচয়। ন্যাপের বিভক্তির পর দলের অপর অংশের সঙ্গে যুক্ত হলেও ভাসানীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক অটুট ছিল। ১৯৭১ সালে ভাসানীর সঙ্গে ভারত গমনই শুধু নয়, সেখানে অবস্থানকালে মওলানা ভাসানীর একান্ত সচিব ও মুখপাত্রের দায়িত্ব পালন করেন তিনি। ২০১২ সালে তাঁর মৃত্যু হয়।

সাইফুল ইসলাম এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon