ফারাহ জেহির

ফারাহ জেহির

ফারাহ জেহিরের জন্ম ঢাকায়। ভিকারুন্নিসা নুন স্কুল ও কলেজ পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালেয় দর্শনে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শৈশব ও কৈশোর ভারতনাট্যেম প্রাতিষ্ঠানিক দীক্ষা নিয়েছেন। পেশা জীবনের অনেকটাই কেটেছে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমীরাতে। দুবাইতে স্বনামধন্য ইউনিভার্সিটি অফ বার্মিংহামে থেকে অর্জন করেছেন আন্তর্জাতিক ব্যবসা প্রশাসেন মাস্টার্স ডিগ্রি। বর্তমানে কথার কাগজ সাহিত্য পত্রিকায় নির্বাহী সম্পাদকের ভ‚মিকায় কর্মরত। এছাড়া উদ্যোক্তার ভ‚মিকায় কর্মরত এপসিলন টিভি, এপসিলনে রকর্ডস এবং নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে। একই সাথে এপসিলন টিভিতে অনুষ্ঠান গ্রন্থনা, পরিচালনা এবং নির্দেশনার কাজও করেছন। মৃদঙ্গ তাঁর গ্রন্থনা ও নির্দেশনায় জনপ্রিয় নৃত্যকলার অনুষ্ঠান। লেখনীতে মনকথনের এষণ করেন ফারাহ জেহির। কথার কাগজে কবিতা প্রকাশের শুরু। নিয়মিত লিখেছন ফিনিক্স, বাংলা কবিতা ও দ্যুতি বøগে। একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত নীল অধরের হাসি তাঁর প্রথম কাব্যগ্রন্থ। তাঁর কবিতায় ছন্দ, প্রাণবন্ত ভাষাশৈলী এবং প্রেমানুভ‚তির স্পষ্ট ও প্রগাঢ় ছোঁয়া খুব সহেজই পাঠক ও কাব্য অনুরাগীদের হৃদয় স্পর্শ করেছে। আপন আধারের একান্ত বোধ আর মননের কালিতে এভাবেই মনের কথা লিখতে তাঁর স্বাচ্ছন্দ। ৯৯ অপ্রেরিত ভলোবাসার চিঠি ফারাহ জেহিরের দ্বিতীয় গ্রন্থ এবং স্টুডেন্ট ওয়েজের সাথে প্রথম প্রকাশনা।

ফারাহ জেহির এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon