রাজশেখর বসু (জন্ম: ১৬ মার্চ, ১৮৮০, বর্ধমান, ভারত মৃত্যু: ২৭ এপ্রিল, ১৯৬০, কলকাতা, ভারত) একজন বাঙালি রসায়নবিদ, লেখক এবং অভিধানকার ছিলেন। তিনি প্রধানত তার কমিক এবং ব্যঙ্গাত্মক ছোটগল্পের জন্য পরিচিত ছিলেন এবং বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ বাঙালি হাস্যরসাত্মক হিসেবে বিবেচিত হন। ১৯৫৬ সালে তিনি পদ্মভূষণে ভূষিত হন।
৳ 0