মোঃ আমিনুল ইসলাম মিঠু

মোঃ আমিনুল ইসলাম মিঠু

আমার জন্ম ১৯৭৫ সালের ১১ এপ্রিল বাংলাদেশের উত্তরের সীমান্তঘেষা জেলা লালমনিরহাটে। পরিবারের কনিষ্ঠপুত্র। পিতা ছিলেন জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। মা ছিলেন একজন কর্মঠ যত্নশীল গৃহীনি। দশ ভাই বোনের মধ্যে আমিই প্রথম যে সাহিত্য সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হই। আমার সম্পাদনায় প্রকাশিত সাহিত্য পত্রিকা “মৃত্তিকা” (1992-2006), শব্দাঞ্জলি, (2006-2012), আমার প্রথম কাব্যগ্রন্থ “কবিতার সুখ-দুঃখ” (1996), এরপর “স্বপ্নলোকের খেয়া” (উপন্যাস) (2013), “মৃত্যুঞ্জয়ি বঙ্গবন্ধু (2015) (প্রবন্ধ), “মুজিব মানে মিতা” (কাব্যগ্রন্থ) (2021) ও “মুজিব ফিরে আসেন” (কাব্যগ্রন্থ) একুশের বইমেলা 2024 এ প্রকাশিত হয়েছে। মফস্বল অঞ্চলেরি লেখক হয়েও সমসাময়িক বিষয়ে অসংখ্য ছোট গল্প, উপন্যাস, ছড়া, গান, প্রবন্ধ, গবেষণামূলক বিষয়ে লিখে যাচ্ছি।

মোঃ আমিনুল ইসলাম মিঠু এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon