সবুজ তেপান্তর

সবুজ তেপান্তর

সবুজ তেপান্তর

আমি সবুজ তেপান্তর। বাংলায় এমএ। পেশা বাংলা বিষয়েরই শিক্ষকতা। সাহিত্যের মানুষ আমি। মূলত পাঠক। বই পড়াতেই খুঁজে পাই জীবনের আনন্দ, বইয়ের মাঝেই খুঁজে নিই জীবনের রূপ-রস-গন্ধ। কবিতা কিংবা গল্প-উপন্যাসের মতো জনপ্রিয় সাহিত্যের পাশাপাশি বিস্মৃতির অতলান্তিকে হারিয়ে যাওয়া গণমানুষের 'যাত্রাপালা'ও আমাকে বিশেষভাবে টানে। সাহিত্যের 'সর্বভুক' একজন পাঠক হিসেবেই নিজেকে ভাবি আমি। কাহ্নপা থেকে মুকুন্দ কিংবা দ্বিজ কানাই থেকে জীবনানন্দ - সবার বসবাস আমার শিথানে। বইবিহীন নতুন একটা সূর্যোদয় কিংবা সূর্যাস্ত - ভাবতেও পারি না আমি। এই বই পড়ার interval এ নিজেও কিছু কিছু লিখি। আমার প্রথম প্রকাশিত উপন্যাস - "জলফড়িংয়ের ওড়না।" প্রকাশিত উপন্যাসের তালিকায় নতুন সংযোজন - "প্রজাপতির জলনৃত্য অথবা জোনাকির লংড্রাইভ" উপন্যাসটি।
এখনো ফাগুনে শিমুল ফোটে, বর্ষায় কদম। আমিও বেঁচে আছি প্রকৃতির এই নিবিড় অনুভবে। চৈতে-বৈশাখে পুড়লেও শাওনে মরা নদী নাব্য হবে। বেঁচে থাকলে এই হাতে মানবপ্রেমের কাব্য হবে।

সবুজ তেপান্তর এর বই সমূহ

Showing 1 to 1 of 1
View
Sort
0

৳ 0