নায়না শাহ্‌রীন চৌধুরী

নায়না শাহ্‌রীন চৌধুরী

নায়না শাহরীন চৌধুরীর জন্ম ঢাকায় ২২ মে ১৯৮২। পড়াশোনা করেছেন লোক প্রশাসন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির সূত্রপাত শৈশব থেকেই। বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখির পাশাপাশি প্রকাশিত হয়েছে আরও চারটি গ্রন্থ যার মধ্যে গল্প সঙ্কলন, কবিতা এবং উপন্যাস রয়েছে। লেখালেখি করছেন বিভিন্ন অনলাইন পোর্টালে নারীবাদ, নাগরিক সমস্যা এবং অন্যান্য সমসাময়িক প্রসঙ্গ নিয়ে। এছাড়া, সঙ্গীতশিল্পী এবং গীতিকবি হিসেবে কাজ করছেন বেতার, টেলিভিশন এবং ফিল্মে। বর্তমানে, জীবিকা নির্বাহে কাজ করছেন একটি রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণন সংস্থায়।

নায়না শাহ্‌রীন চৌধুরী এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon