ইউকিতো আয়াৎসুজি

ইউকিতো আয়াৎসুজি

ইয়ুকিতো আয়াতগুজি আসলে হরনাম, এই নামের পেছনে যে মানুষটি আছেন তিনি হলেন নাওইয়ুকি উচিদা। ১৯৬০ সালের ২৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। মিস্ট্রি এবং হরর জনরায় জাপানি সাহিত্যের মাস্টার ধরা হয় তাকে। জাপানের হনকাকু মিস্ট্রি রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতাদের একজন আয়াতগুজি। তার স্ত্রীর নাম ফু্যুমি অন্যে, ভদ্রমহিলা নিজেও বিখ্যাত তার ফ্যান্টাসি সিরিজ দ্য টুয়েলভ কিংডমের কারণে। আয়াতগুজির প্রথম উপন্যাস, দ্য ডেকাগন হাউজ মার্ডার্স, জাপানের সর্বকালের সেরা মিস্ট্রি উপন্যাসের তালিকায় ৮ নম্বরে আছে। তার সৃষ্ট আরেকটি বিখ্যাত। সিরিজ: অ্যানাদার। ২০১৮ সালে একটা ছোট্ট গ্রহের নামকরণ করা হয় তার নামে।

ইউকিতো আয়াৎসুজি এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon