জফির সেতু

জফির সেতু

জন্ম ২১ ডিসেম্বর ১৯৭১, সিলেট। পেশা শিক্ষকতা। কর্মক্ষেত্র শাহজালাল বিজ্ঞান ও এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ হলেও কবি হিসেবে পরিচিত দেশে ও দেশের বাইরে। প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা চৌদ্দ এবং একমাত্র ইংরেজি কবিতা সংকলন Turtle has no wings (২০১৪)। জফির সেতুর গল্পগ্রন্থের নাম বাবেলের চূড়া (২০১৩) ও উপন্যাস হিজলের রং লাল (২০১৬)। শেষদুটি কবিতার বই আবারও শবর (২০১৬) ও এখন মৃগয়া (২০১৬)। ২০১৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়েছে সর্বশেষ বই কবিতার ইন্দ্রজাল। এটি একটি প্রবন্ধগ্রন্থ। তিনি সংকলন ও সম্পাদনা করেছেন একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থও। সম্পাদনা করেন ছােটকাগজ সুরমস ও গােষ্ঠীপত্রিকা কথাপরম্পরা। স্ত্রী সাহেদা শিমুলকে নিয়ে বসবাস করেন সিলেটে। শখ: ভ্রমণ। ভ্রমণ করেছেন নেপাল, ভারত, জাপান ও চীন।

জফির সেতু এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon