এবিএম সাহাব উদ্দিন

এবিএম সাহাব উদ্দিন

এবিএম সাহাব উদ্দিন নোয়াখালী জেলার এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৫৮ সালের জুলাই মাসে জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রাম এর নাসিরাবাদ সরকারি হাই স্কুল, চট্টগ্রাম কলেজ, সিটি গভ. কলেজ এবং সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে সমাজতত্ত্বে এম এ ডিগ্রি নেন। চট্টগ্রামে থাকাকালীন তিনি তাঁর এলাকায় স্কুল কলেজ প্রতিষ্ঠা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে নোয়াখালী ডানিডা পরিচালিত NRDP-II প্রকল্পে ১৯৯০ সাল পর্যন্ত উপজেলা সমন্বয়কারী হিসেবে কাজ শুরু করে বিভিন্ন বেসরকারি জাতীয় সংস্থায় কাজ করেছেন। ২০০৬ সালের জানুয়ারি মাসে উচ্চতর ডিগ্রির জন্য লন্ডন গমন করেন। ২০০৯ সালে ফিরে এসে পুনরায় NGO তে যোগ দেন। ২০১২ সাল থেকে একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন এ শিক্ষা ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তার লেখা একটি ছড়ার বই আছে। শিক্ষা কর্মসূচিতে কাজের কারণে শিশুদের প্রতি দায়বদ্ধতা থেকে ওদের জন্য লেখার তাড়না অনুভব করেন। 'ফুলে সাথে পাখির সাথে' নামে তাঁর একটি শিশুতোষ ছড়ার বই প্রাতিষ্ঠানিক পর্যায়ে ছাপা হয়েছে। এবার শিশুদের জন্য এটি সহ ২টি ছড়ার বই ও একটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। তিনি নিয়মিত অনলাইন পত্রিকা এবং অনলাইন গ্রুপে লেখে

এবিএম সাহাব উদ্দিন এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon