আদীব হাসান

আদীব হাসান

আদীব হাসানের জন্ম ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর নেত্রকোনা জেলার শ্যামগঞ্জে। তাঁর পিতা মোঃ খুরশেদ উদ্দিন খান ও মাতা হুসনে আরা খানম। তিনি ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং আনন্দমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এমআইটি) গণিত ও কম্পিউটারবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করছেন। নবম শ্রেণিতে পড়া অবস্থায় তিনি সর্বকনিষ্ঠ বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশগ্রহণ করেন। পরবর্তী বছরগুলোতে তিনি বাংলাদেশের হয়ে আইএমওতে তিনটি ব্রোঞ্জ পদক জয় করেন, যার মধ্যে শেষবার দুই পয়েন্টের জন্য তাঁর রৌপ্য পদক হাতছাড়া হয়। তিনি অবসরে ফ্যান্টাসি বই পড়তে ভালোবাসেন এবং বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করেন।