এস এম মহিউদ্দিন

এস এম মহিউদ্দিন

এস এম মহিউদ্দিন। ১৯৯০ সনের ১০ জুন পাবনা জেলার অর্ন্তগত কাশিনাথপুর উপজেলার বিশ্বনাসপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা : এস এম মােতাজ্জেল হােসেন ও মাতা মরহুমা রােকেয়া বেগম। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ (অনার্স) ও এমবিএ (ব্যবস্থাপনা) ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখির প্রতি ছিল তার গভীর আগ্রহ। তিনি বই পড়তে ও লিখতে ভালােবাসেন। এটি এসএম মহিউদ্দিনের লিখিত প্রথম বই “নিষিদ্ধ মধ্যরাত”। ভয়ঙ্কর হরর গল্প সিরিজের প্রথম বই এটি। ভূত ও রহস্য তার পছন্দের অন্যতম বিষয়। তিনি যেমন লিখতে ভালােবাসেন তেমনি ভ্রমণ করতেও পছন্দ করেন। লেখকের সার্টিফিকেট নাম এস এম মাহির উদ্দিন। ডাকনাম কলি। তিনি মাহির উদ্দিন কলি নামেই পরিচিত। নানা পছন্দের বিষয় তার লেখার সাথে যুক্ত থাকলেও হরর গল্প দিয়েই লেখক জগতে তার আত্মপ্রকাশ। আগামীদিনে সেসব বিষয় নিয়েও তার লেখার আগ্রহ রয়েছে। এস এম মহিউদ্দিনের লেখক জীবন উত্তরােত্তর সমৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে যাবে এই প্রত্যাশা আমাদের সকলের।

এস এম মহিউদ্দিন এর বই সমূহ

Showing 1 to 2 of 3

View

Sort icon