মুফতি সাইফুল ইসলাম

মুফতি সাইফুল ইসলাম

জন্ম ১৯৮১-তে, মে মাসের ৪ তারিখে। লক্ষ্মীপুর জেলার টিউরী গ্রামে, নানার বাড়িতে। স্কুলের প্রাথমিক শিক্ষা হয় পিত্রালয়ে, চাঁদপুর জেলার খেড়িহর গ্রামে। দাদার বড় আগ্রহ ছিল মাদরাসায় পড়ানাের। সে সুবাদে সাভার রাজফুলবাড়িয়ার আল জামিয়াতুল মাদানিয়ায় ভর্তি; ১৯৯৩-এ। এখানেই মাদরাসা শিক্ষা শুরু এবং কুরআন হিফজসহ এখানেই সর্বোচ্চ শ্রেণি দাওরায়ে হাদিস পড়া শেষ হয়। এরপর ফিকহ শাস্ত্র অধ্যয়ন করার উদ্দেশ্যে হাটহাজারী মাদরাসায় ভর্তি। পূর্ণ দুই বছর মুফতি আবদুস সালাম সাহেবের তত্ত্বাবধানে থেকে ২০০৭ সালে ইফতা কোর্স শেষ করেন।
বর্তমানে সাভারের দারুত তাখাসসুস আল মান্নানিয়া আল ইসলামিয়ায় (উচ্চতর ইসলামী গবেষণা সেন্টার) সিনিয়র শিক্ষক হিসেবে নিয়ােজিত আছেন। পাশাপাশি সাভারের কর্ণপাড়ার জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুমে সিনিয়র মুহাদ্দিস হিসেবে পাঠ দান করছেন। আমরা তার নেক হায়াত কামনা করছি।

মুফতি সাইফুল ইসলাম এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon