মাহবুব উল-আলম

মাহবুব উল-আলম

মাহবুব-উল আলম চট্টগ্রামের ফতেহাবাদ গ্রামে ১লা মে ১৮৯৮ সালে জন্মগ্রহণ করেন। মাত্র ১৯ বছর বয়সে তিনি প্রথম মহাযুদ্ধে যােগ দেন। যুদ্ধ থেকে ফিরে পল্টন জীবনের স্মৃতি’ লিখেন। লেখায় জীবনের চিত্র ভেসে উঠে বলে তিনি জীবন-শিল্পী হিসাবে খ্যাতি লাভ করেন। তাঁর সাড়া জাগানাে আত্মজৈবনিক উপন্যাস ‘মােমেনের জবানবন্দী’ ইংরেজী ও উর্দুতে অনুদিত হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পেশােয়ার বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হয়। তাঁর বহু আলােচিত উপন্যাসিকা মফিজন’ আজও আধুনিক শিল্পকর্ম রূপে সমাদৃত। তাঁর হাস্যরসাত্মক গল্প সংকলন ‘গোঁফ সন্দেশ’ বাংলা সাহিত্যে উল্লেখযােগ্য সংযােজন। সাহিত্যে মৌলিক চিন্তা ও দৃষ্টিভঙ্গীর জন্যে তিনি সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার প্রাইড অব পারফরমেন্স, বাংলা একাডেমী পুরস্কার’ ও ‘একুশে পদক সহ বহু পুরস্কার লাভ করেন।

মাহবুব উল-আলম এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon