
জাবেদ ইমন। পিতা জনাব রুহুল আমিন মজুমদার, মাতা সাজেদা আমিন। জন্ম ঢাকার ফকিরাপুলে। পৈত্রিক ভিটা, ইলিশের শহর চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
জাবেদ ইমন, সাহিত্যের সব শাখাতেই যার কম-বেশি পদচারণা রয়েছে। চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনাকালিন সময়ে কবিতা দিয়ে সাহিত্যের হাতেখড়ি। এরপর গল্প, ফিচার, গবেষণা, শিশুতোষ গল্প ও উপন্যাস লিখছেন নিয়মিতভাবে। পড়াশোনাকালীন সময়ই সাংবাদিকতা ও সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। পড়াশোনা শেষে ২০০৫ হতে দীর্ঘ ২০ বছর ধরে প্রকাশনা ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছেন। মুক্তদেশ প্রকাশন-এর সত্বাধিকারী এই লেখকের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-তখন না হয় এসো (২০২৫), জেগে আছি তোমার চোখে (২০০৯), একমুঠো সকাল (২০১৫)। প্রতারক প্রেমিক ও সরল মেয়ের গল্প (উপন্যাস-২০১১), কবি ও আগুনসুন্দরী (উপন্যাস- ২০১৬), স্বপ্ন অথবা ভালোবাসার গল্প (গল্পগ্রন্থ-২০১৩), রহস্যময়ী, মোঘল শাহজাদীর কান্না (গল্পগ্রন্থ-২০২৬) ভূতের বাড়িতে একরাত, মোটকুমামার গোয়েন্দাগিরি, ভূতের বিয়ে (শিশুতোষ)। 'নির্বাচিত প্রেমের কবিতা, 'সাত তরুণের কবিতা', 'বর্ষার কবিতা'সহ সম্পাদিত কাব্যগ্রন্থের সংখ্যা ১০টি। 'আত্মজা' তাঁর লেখা তৃতীয় উপন্যাস।
তবুও সবকিছু ছাপিয়ে তিনি মূলত একজন ঔপন্যাসিক।
৳ 0