প্রফেসর ড. মাহফুজুর রহমান

প্রফেসর ড. মাহফুজুর রহমান

প্রফেসর ড. মাহ্ফুজুর রহমান। জন্ম ১৯৫৯, কক্সবাজার জেলায়। তিনি চট্টগ্রামের পটিয়াস্থ ‘আল জামেয়াতুল ইসলামিয়া' হতে ১৯৭৭ সালে দাওরা হাদিসে প্রথম শ্রেণিতে প্রথম স্থান, ১৯৭৮ সালে একই প্রতিষ্ঠান থেকে ‘আত্ তাখাস্সুস ফিল্ ফিক্হিল ইসলামী' বা ‘ইসলামী ফিকাহ’ বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিশেষ ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে তিনি মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের ‘দাওয়া ও উসূলুদ্দিন' কলেজ হতে প্রথম শ্রেণিতে লেসান্স ডিগ্রি অর্জন করে সাউদিআরব ভিত্তিক ‘রাবেতাতুল আলম আল ইসলামী'র দায়ী হিসেবে দেশে ফিরে আসেন৷ ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ হতে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ এম এ পরীক্ষায় উত্তীর্ণ হন। ড. রহমান ১৯৯৪ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০০১ সালে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ হতে ‘মাওকিফুল ইসলাম মিনাল আদাবি ওয়াল ফান’ বা ‘শিল্পকলা ও সাহিত্য: পরিপ্রেক্ষিত ইসলাম' শিরোনামে অভিসন্দর্ভ রচনা করে পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন। তাঁর রচিত ও অনূদিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে- সুন্নাতে রাসুল সা. অনুসরণের রূপরেখা, কলেমায়ে তাওহীদের শিক্ষা ও দাবি, ইসলামী শরীয়তের বাস্তবায়ন, উপেক্ষা ও উগ্রতার বেড়াজালে ইসলামী জাগরণ, সমাজ বিপ্লবে যুব সমাজের ভূমিকা, ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, জান্নাতের সন্ধানে, ইসলাম ও শিল্পকলা, কমিউনিকেটিভ কমিউনিকেটিভ এরাবিক ইত্যাদি। এ ছাড়াও বিভিন্ন বিষয়ের ওপর বিভিন্ন ভাষায় তাঁর ত্রিশটির অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

প্রফেসর ড. মাহফুজুর রহমান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon