আব্দুল্লাহ আল সুমন

আব্দুল্লাহ আল সুমন

নামঃ আব্দুল্লাহ আল সুমন পিতাঃ আতিয়ার রহমান মাঃ আকলিমা আক্তার জন্মঃ নাটোর জেলাধীন লালপুর থানার ওয়ালিয়া গ্রামে। শৈশব থেকে সেখানেই বেড়ে। কবিতা লেখার মাধ্যমে লেখার হাতেখড়ি। ক্লাস সেভেনে থাকতে স্কুলের বিচিত্রা অনুষ্ঠানের জন্য নাটক লেখা হয়। এসএসসির পর উপন্যাস লেখা শুরু করলেও আর শেষ করা হয় নাই। পরে ২০১৩ সালে সৃজনী প্রকাশনী থেকে প্রথম উপন্যাস 'মুখবন্ধু' প্রকাশিত হয়। বইটি বেশ পাঠক নন্দিত হওয়ার পর এর সিক্যুয়াল উপন্যাস মুখবন্ধু রহস্য বের হয় ২০১৫ সালে, এরপর উপন্যাস অশরীরী এবং গল্পগ্রন্থ 'ডায়েরির পাতা' বের হয় গ্রন্থ কুটির থেকে। এ বছর আরেকটি গল্প গ্রন্থ 'অঙ্গার' বের হবে গ্রন্থকুটির থেকেই। মুখবন্ধু সিরিজের বই দুইটির দ্বিতীয় সংস্করণ এবং তৃতীয় পর্ব ২০২০ এর শেষে অথবা ২০২১ এর শুরুতে আসার সম্ভাবনা আছে। এছাড়া নতুন লেখকদের সংগ্রাম নিয়ে একটা উপন্যাস 'লেখক ' এক বছরের মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। পেশাঃ প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ। বালুয়াকান্দি ডাঃ আবদুল গফ্ফার স্কুল এন্ড কলেজ।

আব্দুল্লাহ আল সুমন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon