মাওলানা ইমরান হোসাইন নাঈম

মাওলানা ইমরান হোসাইন নাঈম

ইমরান হোসাইন নাঈম একজন মনোজ্ঞ পাঠক, বই সংগ্রহ যার নেশা, পাঠে মগ্ন থাকা যার মোহ। বিষয়ভিত্তিক পাঠে তার জ্ঞানের গভীরতা ও পরিধি উত্তর-উত্তর বৃদ্ধি পাচ্ছে। ১৯৯৫ সালের পনেরোই আগস্ট লেখকের জন্ম। বাসায় পড়াশোনার হাতেখড়ি হবার পর স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তারপর আসেন মাদরাসার আঙিনায়। হিফজ সম্পন্ন করেন। তাকমিল সমাপ্ত করেন জামিয়া মাহমুদিয়া বরিশাল থেকে। লেখালেখির আগ্রহ তার অল্প বয়স থেকেই। ছাত্রাবস্থা থেকেই তিনি অনুশীলন করে আসছেন। প্রথম মৌলিক লেখার প্রকাশ হয় ইসলামি বার্তা পত্রিকায় নিবন্ধ লেখার মাধ্যমে। অনুবাদচর্চার সূচনা হয় মাসিক ইসলামি পয়গাম পত্রিকা থেকে। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি মৌলিক ও অনুবাদ গ্রন্থ রচনা করেন, যা প্রকাশিত হতে যাচ্ছে ধীরে ধীরে; ইনশাআল্লাহ।

মাওলানা ইমরান হোসাইন নাঈম এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon