মাহমুদ সিদ্দিকী

মাহমুদ সিদ্দিকী

মাহমুদ সিদ্দিকীর জন্ম নব্বইয়ের দশকের মাঝামাঝি, নরসিংদী জেলায়। পড়াশোনা করেছেন বেশ কয়েকটি দেশসেরা মাদরাসায় : মাদরাসাতুল মদিনা, জামিআ রাহমানিয়া, জামিয়া শারঈয়া মালিবাগ। দাওরা হাদিস ও উলুমুল হাদিস শেষ করে বর্তমানে কর্মরত আছেন জামিয়া মাদানিয়া খিলগাঁও মাদরাসায়। মাহমুদ সিদ্দিকীর আগ্রহের বিষয় হাদিস ও ইতিহাস। তিনি ইলমে মুতাওয়ারাছের প্রতি গভীর ভালোবাসা লালন করেন, সমকালে এর প্রয়োগের বিষয়টি নিয়ে তার কৌতূহলী অনুসন্ধান ও পর্যবেক্ষণ আছে। হাদিসের বিশেষায়িত পাঠের পাশাপাশি সাহিত্যপ্রীতির প্রেক্ষিতেই হয়তো তার মধ্যে ইতিহাস সচেতনতা দেখা যায়। তার ইতিহাস বিষয়ক লেখায় প্রায়ই একটা স্মৃতিকাতরতা লক্ষ্য করা যায়, গদ্যের শক্তির দিকটিও বিশেষভাবে চোখে পড়ার মতো। মাহমুদ সিদ্দিকী লেখালেখি করছেন প্রায় এক দশক ধরে। সমকালীন অন্যদের চেয়ে মাহমুদ সিদ্দিকীর তফাত হলো, তিনি ঘটনাপ্রবাহ তুরাছের দৃষ্টিতে পর্যালোচনা করতে সক্ষম, যা বিশ্বাস করেন তা অকপটে প্রকাশ করতে পারঙ্গম। ইতিহাস বিষয়ে ইতিপূর্বে তার বেশকিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অনুবাদ করেছেন সাইয়েদ সুলাইমান নদবি রচিত আহলে সুন্নাত ওয়াল জামাআত, ড. সুহাইল তাক্কুশের মুসলিম জাতির ইতিহাস ও আমিনা উমর আল খাররাতের জীবনীগ্রন্থ যাইনাব বিনতে জাহাশ রা. সহ বেশকিছু বই। অনুবাদগুলো ইতিমধ্যে বোদ্ধামহলের আস্থা কুড়িয়েছে। "ইয়ারমুক : শাম অঞ্চলে মুসলিমদের বিজয়গাথা" তার প্রথম প্রকাশিত মৌলিক গ্রন্থ।

মাহমুদ সিদ্দিকী এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon