সৈয়দ সালিম গিলানী

সৈয়দ সালিম গিলানী

সৈয়দ সালিম গিলানী। লেখক, কবি ও রেডিও প্রযোজক। লাহোর গভর্নমেন্ট কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স করেছেন। ১৯৫১ সালে যোগদান করেন রেডিও পাকিস্তানের সংবাদ সম্পাদক হিসেবে। ১৯৫৭ সালে, ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ক্রিপ্ট সম্পাদক, ঘোষক এবং প্রযোজক হিসাবে নির্বাচিত হন। তিনি ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এক্সটার্নাল সার্ভিসের ডিরেক্টর ছিলেন। পরবর্তীতে নিযুক্ত হন পিবিসির মহাপরিচালক হিসেবে। রেডিওতে তিনি আপন প্রতিভা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখেন। তিনি পারদর্শী ছিলেন সাতটি ভাষায়। রেডিওর জন্য নিয়মিত গজল, গান, স্তোত্র ছাড়াও তিনি বেশকিছু লেখালেখি করেছেন। উর্দুতে অনুবাদ করেছেন মসজিদে কর্ডোভা সম্পর্কে একটি বই। ডকু ফিকশন লিখেছেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাযি.-কে নিয়ে। তার একটি নাত সংকলন আছে ‘সাইয়িদুনা’ নামে। বইটিই মাধ্যমে তিনি প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পান।

সৈয়দ সালিম গিলানী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon