রফিকুজ্জামান রণি

রফিকুজ্জামান রণি

অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি। দাপ্তরিক নাম- মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতা- মোহাম্মদ কামরুজ্জামান খোকা, মাতা- লাভলী জামান। জন্ম ৩০ ডিসেম্বর, ১৯৯২; চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়, দোঘর গ্রামে। চাঁদপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে কুমিল্লা বঙ্গবন্ধু ল’ কলেজ থেকে আইন বিষয়ক ডিগ্রী লাভ করেন। বর্তমানে চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। পেশায় আইনজীবী। পেয়েছেন জেমকন তরুণ কবিতা পুরস্কার- ২০১৯; চাঁদপুর জেলা প্রশাসক পাণ্ডুলিপি পুরস্কার- ২০১৮; দেশ পাণ্ডুলিপি পুরস্কার- ২০১৮; ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড- ২০২০; ‘এবং মানুষ’ তরুণ লেখক পুরস্কার- ২০১৯; পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার- ২০২১; নাগরিক বার্তা লেখক সম্মাননা- ২০১৯; চাঁদপুর সাহিত্য একাডেমী পুরস্কার- ২০১৪; জাতীয় সাহিত্য পরিষদ সম্মাননা- ২০১৪; মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদ সম্মননা- ২০২২; নতুন এক মাত্রা তরুণ লেখক পুরস্কার ২০২৩; ফরিদগঞ্জ লেখক ফোরাম সাহিত্য পদক- ২০১৩। প্রকাশিত গ্রন্থ ৬টি: দুই শহরের জানালা (গল্প); ধোঁয়াশার তামাটে রঙ (কবিতা); চৈতি রাতের কাশফুল (গল্প); মুঠো জীবনের কেরায়া (কবিতা), অতল জলের গাঁও (কবিতা) ও স্মৃতির ছায়াশিস (গল্প)। ২০২২ এর শেষ ভাগে তিনি কবি আইরিন সুলতানা লিমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

রফিকুজ্জামান রণি এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon