আফরোজা আলম

আফরোজা আলম

আফরোজা আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক সমাপন। পিতার চাকরি সূত্রে মফস্বলে থাকার কারণে সেই গন্ধ পাওয়া যায় তার লেখায়। ছােট থেকেই নিয়মিত তার লেখা প্রকাশিত হতাে স্কুল ও কলেজ ম্যাগাজিনে। এক দৈনিকেও তার লেখা প্রকাশিত হয়। পিতৃ বিয়ােগের পর তিনি নিয়মিত লেখা শুরু করেন। কলকাতার পত্রিকাতেও তার বেশ কিছু লেখা প্রকাশিত হয়। এই লেখকের প্রথম একক গ্রন্থ ‘ফানুস’ মুক্তিযুদ্ধ চলাকালীন সেই সময় অবরুদ্ধ ঢাকায় কী করে দিনরাত কেটেছিল। ৯ ডিসেম্বরে জন্মগ্রহণকারী এই লেখক বর্তমানে ঢাকায় বসবাস করেন। তার আদি মাতৃভূমি ও পিতৃভূমি পশ্চিম। বাংলার মুর্শিদাবাদ জেলায়।

আফরোজা আলম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon