মোহাম্মদ আব্দুল মোনায়েম

মোহাম্মদ আব্দুল মোনায়েম

জামালপুর জেলায় বকশীগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। পিতা- হাজী কিসমতউল্লাহ মণ্ডল। তিনি সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইমাম মুহাম্মদ ইবনে সাউদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে ‘বাকালোরিয়াস কলেজ অফ উসুল-আল-দ্বীন-এর অধীনে গ্র্যাজুয়েশন সমাপ্ত করেন। ব্যক্তি জীবনে অত্যন্ত বিনয়ী ও নিভৃতকামী এই অনুবাদক কর্মজীবনে একজন ইসলামিক স্কলার ও ব্যবসায়ী ছিলেন। তিনি ডা. সামসুল বারুদী (মিশর) রচিত ‘রেহলাতুম মিনাজ জুলুমাতি ইলান-নুর’ (চলচ্চিত্র জগতে ইসলাম) এবং ড. আবদুর রহমান রা’ফাত পাশা (মিশর) কর্তৃক রচিত ‘সুয়ারুম মিন হায়াতিস সাহাবা’ ও ‘সুয়ারুম মিন হায়াতিস সাহাবিয়াত’ গ্রন্থের উল্লেখযোগ্য অংশের অনুবাদ সম্পন্ন করেন, যা ‘সাহাবীদের আলোকিত জীবন’ নামে সবুজপত্র পাবলিকেশন্স থেকে দুই খণ্ডে প্রকাশিত। ইসলামের একজন নিবেদিত প্রাণ দায়ী হিসেবে আমৃত্যু কাজ করে যাওয়া এই গুণী রিসার্চার ও অনুবাদক দীর্ঘ দিন কীডনি বিকলতা-সহ নানারকম শারীরিক জটিলতায় ভুগে চিকিৎসাধীন অবস্থায় ২০০৬ সালের ২ আগস্ট ইন্তিকাল করেন। তিনি স্ত্রী এবং ৪ পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে যান। 

মোহাম্মদ আব্দুল মোনায়েম এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon