- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরো দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
আবু কায়সার
কবি ও কথাশিল্পী আবু কায়সারের জন্ম ১৯৪৫ সালে ১২ ফেব্রুয়ারি-পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জিয়াগঞ্জে। তার বাবা মরহুম শফিউদ্দিন আহমেদ ছিলেন। বাংলাদেশের জামালপুরের অন্তর্গত পিংনা এলাকার ফুলদহের পাড়া গ্রামের মানুষ। মা শামসুন নাহারের জন্ম টাঙ্গাইলের মীরের বেতকা গ্রামে ১৯৪৭ সালে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হলে পরিবারটি কলকাতা থেকে স্বদেশে ফিরে আসে এবং টাঙ্গাইল শহরে থিতু হয়। আবু কায়সারের শৈশব কেটেছে মুর্শিদাবাদ ও কলকাতায়। কৈশাের টাঙ্গাইলে। শিক্ষা বিন্দুবাসিনী উচ্চ ইংরেজি বিদ্যালয়, সাদত কলেজ ও মওলানা মােহাম্মদ আলী কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি সহ সম্পাদক, সহকারী সম্পাদক ও সাহিত্য সম্পাদক হিসেবে দেশের প্রথম সারির বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকীতে কাজ করেছেন। যেমন ১৯৬৬-৬৯ দৈনিক পাকিস্তান (পরবর্তীকালে দৈনিক বাংলা) ও একই প্রতিষ্ঠানের মাসিক (পরে সাপ্তাহিক) বিচিত্রা, ১৯৬৯-৭১ দৈনিক ইত্তেফাক, ১৯৭২-৭৪ দৈনিক গণকণ্ঠ এবং ১৯৯০-৯৮ দৈনিক সংবাদ। ১৯৯৮ সাল থেকে তিনি দৈনিক ভােরের কাগজের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। আবু কায়সার শৈশব-কৈশােরেই কলকাতার সন্দেশ, মৌচাক, শিশুসাথী ও শুকতারার মতাে শিশু-মাসিকে কবিতা, গল্প ও প্রবন্ধ লেখেন। ঢাকায় শিশু-মাসিক আলাপনী এবং কচি ও কাঁচা ছাড়াও দৈনিক সংবাদের খেলাঘর ও ইত্তেফাকের কচি কাঁচার আসরে তাঁর অনেক লেখা প্রকাশিত হয়েছে। ছােটদের জন্য এখনাে তিনি প্রায় নিয়মিতই লেখেন। গল্প, কবিতা, ছড়া, উপন্যাস ও অনুবাদ মিলিয়ে তার শিশুকিশাের উপযােগী বইয়ের সংখ্যাই বর্তমানে বাইশ। তিনি মুক্তিযােদ্ধা লেখক পুরস্কার, মুক্তিযােদ্ধা সাংবাদিক পদক এবং শিশুসাহিত্যের জন্যে দু’বার অগ্রণী ব্যাংক শিশু একাডেমী পুরস্কার পেয়েছেন।