ফারজানা রুমা

ফারজানা রুমা

৫ই অক্টোবর চট্টগ্রাম শহরের সীতাকুন্ডে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস লক্ষ্মীপুর। জন্ম ও বেড়ে উঠা চট্টগ্রামের নৈসর্গিক পরিবেশে। নান্দনিক প্রকৃতিই তাঁকে সাহিত্য ও আবৃত্তিচর্চার অন্যতম অনুরাগী করে তুলে। লিখেন গল্প ও কবিতা। চর্চাসূত্রে তিনি মঞ্চ ও টেলিভিশনে অনিয়মিত অনুষ্ঠানে সংযুক্ত থাকেন।
ফারজানা রুমা ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও বিএড এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে অধ্যয়নরত আছেন।
ব্যক্তি জীবনে তিনি শিক্ষক, সংগঠক ও কবি আলী প্রয়াসের সাথে পরিণয়সূত্রে যৌথযাপন করছেন। ‘বর্ণমালা’ তাঁদের একমাত্র সন্তান। যাপিত জীবনে টেকনাফ-চট্টগ্রামই স্থায়ী-অস্থায়ী আবাসস্থল।

ফারজানা রুমা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon