তারিকুল ইসলাম সুমন

তারিকুল ইসলাম সুমন

তারিকুল ইসলাম সুমন, ২৭ নভেম্বর ১৯৮৩ সালে খুলনা জেলায় বটিয়াঘাটা উপজেলার নোয়াইলতলা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম-মোঃ আব্দুল মাজেদ ফকির এবং মাতার নাম মোসাঃ শামছুন্নাহার বেগম। তিন ভাইয়ের মধ্যে তিনি ছোট। ছেলেবেলা থেকে তিনি দুরন্ত ও স্বাধীনচেতা স্বভাবের। প্রকৃতির প্রতি রয়েছে তার গভীর মমত্ববোধ। তারিকুল ইসলাম সুমন সমানভাবে লিখছেন ছড়া, কবিতা, শিশুতোষ গল্প ও কিশোর উপন্যাস। তিনি ২০০৬ সাল থেকে বিভিন্ন জাতীয় পত্রিকার সাহিত্য পাতায় এবং মাসিক ম্যাগাজিন সমূহে নিয়মিত লিখছেন। প্রকাশিত বই দুটি। ১।কেমন আছ আমার নদী (কিশোর কবিতা) ২। শিবসা নদীর বাঁক পেরিয়ে (শিশুতোষ ছোটগল্প)। শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ, খুলনা থেকে পেয়েছেন বিশেষ সম্মাননা। এটি তার তৃতীয় গ্রন্থ। দুই সন্তান ফাতেমা ইসলাম তন্বী ও আব্দুল্লাহ বিন তারিক এবং স্ত্রী মোসাঃ আইরিন আক্তারকে নিয়ে তিনি বর্তমানে খুলনা শহরের টুটপাড়ায় বসবাস করছেন। তার প্রিয় শখ বই পড়া ও ভ্রমণ।

তারিকুল ইসলাম সুমন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon