মো. তোসিকুল আলম বাবুল

মো. তোসিকুল আলম বাবুল

মো. তোসিকুল আলম বাবুল ১৭ ডিসেম্বর ১৯৮১ সালে রাজশাহী বিভাগের চাঁপাইনবাব- গঞ্জ সদর উপজেলা অন্তর্গত সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে সম্ভান্ত মুসলিম পরিবারে নানার বাড়িতে জন্ম হয়। পিতার নাম মো. গোলাম মুরতোজা ও মায়ের নাম মোসা. মাসেদা বেগম। দাদা মৌলভী মো. মহসিন আলী ও নানা মো. ইদ্রিস আলী মন্ডল। চরবাগডাঙ্গা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি শেষ করেন এবং সুবাগ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলেও পরে বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন, নবাবগঞ্জ আলিয়া (কামিল) মাদ্রাসা থেকে আলিম পাস করেন এবং নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে বাংলায় অনার্স করেন। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য অনুরাগী। স্থানীয় বিভিন্ন পত্রিকায় তাঁর কবিতা, ছোট গল্প, প্রবন্ধ ও ছড়া প্রকাশিত হয়। তিনি সময়, কাল ও ঘটনা প্রবাহকে বাস্তবতার মাধ্যমে তাঁর কলমে ফুটিয়ে তোলেন, সেকারণে তাঁকে অনেকই বাস্তববাদী কবিও বলেন। তিনি ১৯৯৫ সাল থেকে সক্রিয় ছাত্র রাজনীতির সাথে জড়িত হন এবং বিভিন্ন পদে থেকে নেতৃত্ব দেন। তিনি একজন সমাজসেবকও বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে জন প্রতিনিধিত্ব করছেন। তার প্রকাশিত বইগুলো- কবিতাকুঞ্জ যৌথ (ঢাকা, বাংলাদেশ) এবং আজো জেগে আছি (আসামি, ইন্ডিয়া)।

মো. তোসিকুল আলম বাবুল এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon