মুকুল রাজ

মুকুল রাজ

মুকুল রাজ বর্তমান কালের বাংলা সাহিত্যের একজন উদীয়মান তরুণ জনপ্রিয় লেখক। সত্য ও সুন্দর প্রকাশের সন্ধানী। তিনি একাধারে কবি, গল্পকার, ছড়াকার এবং সম্পাদক। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার অন্তর্গত কদমতলা ডাকঘরের কদমতলা কপূরা ক্লিনিকের পাড় বাবুপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিন ভাই-বোনদের মধ্যে মুকুল রাজ দ্বিতীয়। বর্তমানে তিনি পড়ালেখার পাশাপাশি সাহিত্য জগতে লেখালিখি পেশায় নিয়োজিত। তাঁর প্রথম কাব্য 'মহাসংগ্রামী বীর' কবিতা সমগ্র। কবিতা সমগ্র বইটি প্রকাশিত হবার পর, তিনি দেশ ও পার্শ্ববতী দেশ ভারতে পাঠকদের কাছে বেশ সমাদৃত হন। তারপর প্রকাশিত হয় 'যে কাব্যে স্বপ্ন জাগে' কবিতা সমগ্র। বইটি পাঠক মহলে বেশ সাড়া পড়ে যায়। এছাড়াও লেখকের ২৫টির বেশি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হলো স্মৃতির ছোঁয়া, ভালোবাসার ভিন্ন রঙ, চন্দ্রিমা রাতে, কাব্যের মায়াজাল, সাদা-কালো ভালোবাসা, বেদনাহত, মুজিব তুমি না হলে ইত্যাদি। পাঠকদের অনুপ্রেরণা ও ভালোবাসায় তিনি একের পর এক বই প্রকাশ করে যাচ্ছেন। বর্তমানে তিনি জাতীয় পত্রিকাসহ বিভিন্ন জেলার পত্রিকা, ম্যাগাজিন, এবং অনলাইন পত্রিকাসহ বিভিন্ন যৌথ গ্রন্থে লেখালিখি করে যাচ্ছেন।

মুকুল রাজ এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon