সুলতান মাহমুদ চিশতী ১০ মে ১৯৮৯ সালে জামালপুর জেলা, সরিষ- াবাড়ী থানা, ভাটারা ইউনিয়ন পূর্ব জয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. তমছেন আলী আকন্দ এবং মায়ের নাম রমিছা বেগম এবং তাহারা দুই ভাই দুই বোন, ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি এসএসসি পাশ করার পর এইচএসসি অধ্যয়নরত অবস্থায় আনসার ভিডিপিতে চাকরি তে যোগদান করেন।
৳ 0