মো. নুরুজ্জামান সাথী। তিনি ১৯৬৩ সালে বরগুনা জেলার অন্তর্গত পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামে মাতুলালয় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি বৃহত্তর খুলনার বাগেরহাট জেলার চিতলমারী। তাঁর পিতার নাম- হযরত মাওঃ সিরাজুম মুনির মোস্তফা এবং মাতার নাম- মোসাঃ নুরবানু বেগম। তিনি বাল্যকালে পিতৃহীন হয়ে দারিদ্র্যতার কারণে লেখাপড়া বেশি দূর চালিয়ে যেতে পারেন নাই। তিনি ১৯৭৮ সালে নাচনাপাড়া মানিকখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮০ সালে মঠবাড়িয়া সরকারি কলেজ থেকে আইএ পাশ করেন। তিনি বরগুনা জেলার ঐতিহ্যবাহি পুটিমারা নাচনাপাড়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি সাহিত্য চর্চা চালিয়ে যান। ইতিমধ্যে তাঁর ৪/৫ টি যৌথ কাব্যগ্রন্থ এবং ২টি একক কাব্যগ্রন্থ 'জীবনের আলো ও বাংলার রূপ' একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। মোবাইল নম্বর- ০১৭৩৯৩৬৪৭৫১।
৳ 0