পায়েল নূসরাত

পায়েল নূসরাত

আসল নাম নাহনু নূসরাত পায়েল। জন্ম ১, অক্টোবর, ১৯৯৪, চট্টগ্রামে। পৈতৃক নিবাস কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়। শৈশব কাটে চট্টগ্রামের চাঁদগাও আবাসিক এলাকায়। এসএসসি ও এইচএসসি পাশ করেছেন ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ থেকে। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও গাইনিতে এফসিপিএস পার্ট-১ পাশ করে বর্তমানে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত আছেন। স্বামী লেখক নাবিল মুহতাসিমের উৎসাহে খাঁটি পাঠক থেকে লেখালেখির জগতে পা রাখা। ভালোবাসেন অ্যাডভেঞ্চার, ট্রেকিং, বই পড়া, একগাদা বিড়াল সন্তানের সাথে সময় কাটানো আর সাউথ কোরিয়াকে।

পায়েল নূসরাত এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon