হৃদয় হক

হৃদয় হক

আমার প্রকৃত নাম, মো. সাজেদুল হক। ডাক নাম হৃদয়। ফেইসবুক আইডিটা হৃদয় হক নামে খোলা হয়েছিল। তখনও অবশ্য অনলাইনে লেখালেখি শুরু করিনি। ফলে, অনলাইনে লেখালেখি শুরুর পর ফ্রি-তে ছদ্মনাম হিসেবে, 'হৃদয় হক' হয়ে যায়। বায়ো লিখতে গিয়ে টের পেলাম, নিজেকে নিয়ে লেখার মতো বিশেষ কিছুই খুঁজে পাচ্ছি না। আমার জন্ম চট্টগ্রামে। মূলত, শখের বশে সময়ে-অসময়ে লিখি। সুযোগ পেলেই জ্যোতির্বিদ্যা চর্চা করতে পছন্দ করি। আমার একটা ব্লগ'ও আছে। www.hridoyhoque.blogspot.com

হৃদয় হক এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon