আমার প্রকৃত নাম, মো. সাজেদুল হক। ডাক নাম হৃদয়। ফেইসবুক আইডিটা হৃদয় হক নামে খোলা হয়েছিল। তখনও অবশ্য অনলাইনে লেখালেখি শুরু করিনি। ফলে, অনলাইনে লেখালেখি শুরুর পর ফ্রি-তে ছদ্মনাম হিসেবে, 'হৃদয় হক' হয়ে যায়। বায়ো লিখতে গিয়ে টের পেলাম, নিজেকে নিয়ে লেখার মতো বিশেষ কিছুই খুঁজে পাচ্ছি না। আমার জন্ম চট্টগ্রামে। মূলত, শখের বশে সময়ে-অসময়ে লিখি। সুযোগ পেলেই জ্যোতির্বিদ্যা চর্চা করতে পছন্দ করি। আমার একটা ব্লগ'ও আছে। www.hridoyhoque.blogspot.com
৳ 0