শার্লট পারকিন্স গিলম্যান

শার্লট পারকিন্স গিলম্যান

লেখিকা শার্লট পারকিন্স গিলম্যানের জন্ম ১৮৬০ সালের ৩ জুলাই, মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট-এ। আমেরিকার একদম শুরুর দিকের নারীবাদী লেখিকারের মধ্যে তিনি অন্যতম। তাঁর বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে- দ্য ইয়োলো ওয়ালপেপার, হারল্যান্ড এবং উইমেন অ্যান্ড ইকোনমিকস ইত্যাদি। ১৯৩২ সালে স্তন ক্যান্সার ধরা পড়ে তাঁর। দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে একেবারেই অনিচ্ছুক ছিলেন লেখিকা, এছাড়া অন্য কারো গলগ্রহ হয়ে বেঁচে থাকার পক্ষেও ছিলেন না তিনি। ১৯৩৫ সালের ১৭ আগস্ট ক্লোরোফর্ম পান- করে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই মহান লেখিকা। আত্মহত্যা করার আগে একটি নোট রেখে যান তিনি, যেটার শেষ লাইন ছিল- "ক্যান্সারে ধুকে ধুঁকে মরার চেয়ে, ক্লোরোফর্ম পান করে মৃত্যুকেই বেছে নিলাম।"

শার্লট পারকিন্স গিলম্যান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon