রাইসুল ইসলাম

রাইসুল ইসলাম

প্রিয় পাঠক ও শুভানুধ্যায়ী! আসসালামু আলাইকুম। আমার দীর্ঘ সময়ের সাহিত্যসাধনার প্রয়াস 'কিছু চিহ্ন থাক' কাব্যগ্রন্থটি প্রকাশ পেলো। আপনাদের কাছে আমার এ ক্ষুদ্র সাহিত্যকর্মটি পৌঁছে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। "কখনো সুখের জোয়ার, কখনো ভাটা, নদীর নিয়মেই যেন মানবকুলের হাঁটা" আমার যাপিত জীবনের সুখ-দুঃখের কথাগুলো নিজের মতো করে কবিতায় বলতে চেষ্টা করেছি। যে অনুভূতিগুলো চাইলেও মুখ ফুটে বলতে পারিনি কখনো বা বলার মতো মানুষ পাইনি, সেগুলো পরম লালিত্যে পুষে রেখেছি। যা প্রকাশ করতে চেয়েছি তা হতে পারে প্রেমবিরহ, হতে পারে দেশপ্রেম কিংবা হতে পারে প্রেমের গণ্ডি পেরিয়ে দ্রোহ। ভুলত্রুটির উর্ধ্বে নগণ্য মানুষটির ভালোবাসা সাদরে গ্রহণ করবেন। কাব্যগ্রন্থটির পাঠকপ্রিয়তা কামনা করছি।

রাইসুল ইসলাম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon