ছোয়া রহমান বাবা মায়ের একমাত্র মেয়ে না হলেও আদরের বড় মেয়ে। জন্ম ২০০১ সালের ২৯ এপ্রিল। জন্ম সূত্রে নারায়ণগঞ্জ জেলার মেয়ে। বেড়ে ওঠা বাবা মায়ের ছায়াতলে। স্বপ্ন বুনা শুরু হয় জীবনের গতিপথ চেনার পর থেকেই। শখের তো আর শেষ নেই। লেখালেখির পাশাপাশি -পেইন্টিং করাও অন্যতম আরেকটি শখ হয়ে দাঁড়িয়েছে! গল্পের জগতে অনেক আগ থেকে থাকলেও "অতঃপর তুমি আমি"এটা আমার প্রকাশিত প্রথম বই।
৳ 0