মাওলানা সামিউল হক হাক্কানি

মাওলানা সামিউল হক হাক্কানি

মাওলানা সামিউল হক ছিলেন একজন প্রভাবশালী পাকিস্তানি আলিম ও রাজনীতিবিদ। তিনি ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। দারুল উলুম হক্কানিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে তিনি ব্যাপক পরিচিত ছিলেন। এ মাদ্রাসা থেকেই অধিকাংশ তালিবান নেতা ও কমান্ডার স্নাতক হওয়ায় তাকে ‘তালিবানের পিতা’ বলা হতো। তিনি তালিবান নেতা মোল্লা মোহাম্মদ ওমরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। জমিয়তে উলামা-ই-ইসলাম দলের নেতা হিসেবে তিনি পাকিস্তানের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং দু-বার পাকিস্তানের সিনেটের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের ২ নভেম্বর রাতে তার বাসভবনে তাকে সারা দেহে এবং মুখমণ্ডলে বহুবার ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বলেছিলেন—‘আজ দেশ একটি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো’।

মাওলানা সামিউল হক হাক্কানি এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon