
সুপর্ণ সরকার এর জন্ম ১৯৮৪ সালের ৭ অক্টোবর কলিকাতার দমদমে। ইংরেজি সাহিত্যে B.A (Hons) করেছেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত রাজা প্যারীমোহন কলেজ থেকে। তারপর ইংরেজি সাহিত্যে M..A ডিগ্রি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে স্প্যানিশ ভাষায় ডিপ্লোমা করেন। বর্তমানে কনটেন্ট রাইটারের পেশায় নিযুক্ত। এছাড়াও, লেখক বাচিক শিল্পী হিসেবে ভারতের একাধিক ইউটিউব চ্যানেলে প্রায় অর্ধশত গল্পে কন্ঠ প্রদান করেছেন, এবং বাংলাদেশের পুথিকা অডিও বুক অ্যাপে গল্প পাঠ করেন।
৳ 0