কামের দারন এসেমোগলু (তুর্কি: [daˈɾon aˈdʒemoːɫu]; আর্মেনিয়ান: Տարոն Աճեմօղլու; জন্ম: ৩ সেপ্টেম্বর, ১৯৬৭) আর্মেনিয়ান বংশোদ্ভূত একজন তুর্কি-আমেরিকান অর্থনীতিবিদ যিনি ১৯৯৩ সাল থেকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শিক্ষকতা করছেন, যেখানে তিনি বর্তমানে অর্থনীতির এলিজাবেথ এবং জেমস কিলিয়ান অধ্যাপক এবং ২০১৯ সালে এমআইটিতে ইনস্টিটিউট অধ্যাপক হিসেবে মনোনীত হন। তিনি ২০০৫ সালে জন বেটস ক্লার্ক পদক এবং ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
৳ 0