নাম ফজলে রাব্বি, উত্তরের জেলা দিনাজপুরে জন্ম, দিনাজপুরে বাস, সারা দুনিয়া ঘুরে চাই দিনাজপুরেই মরতে। প্রাতিষ্ঠানিক শিক্ষা মহারাজায় থেমে গেছে, জীবন শিক্ষা অব্যাহত আছে, মৃত্যু অবধি থাকবে জানি। এর মধ্যে যদি আরো কিছুদিন সাহিত্যের পথে হেঁটে যেতে পারি তবেই স্বপ্ন স্বার্থক।
৳ 0