
জেনি কুপার (জন্ম: ১৯৭৫, টরন্টো, কানাডা) একজন কানাডিয়ান অভিনেত্রী। তিনি ১৯৯৫ সালে কানাডিয়ান টিভি সিরিজ জ্যাক অ্যান্ড দ্য কিড-এ ধারাবাহিক তারকা মলির চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার পেশাদার আত্মপ্রকাশ করেন। ধারাবাহিকটিতে নিয়মিত মলি অভিনয় করেন, পরবর্তীতে শোটাইমে অভিনয় করেন।
৳ 0